রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর কাদিরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ডক্টর ইংলিশ কোচিংয়ের মালিক মুন্তাসেরুল আলম অনিন্দ্য ও তার দুই সহযোগীকে অস্ত্র, বিস্ফোরক ও মাদক মামলায় পাঁচদিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।আজ রোববার (১৭ আগস্ট) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিচারক মামুনুর রশিদ এই আদেশ দেন।এর আগে, গতকাল সন্ধ্যায় তাদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় পুলিশ বাদী হয়ে অস্ত্র, বিস্ফোরক ও মাকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।এ মামলায় গ্রেপ্তার প্রত্যেকের ৭ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। তবে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
Discussion about this post