মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা ডাকাতি করে পালানোর সময় চার ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব। গ্রেপ্তারকৃতরা হলেন- জসিম (২৫), জুয়েল হোসেন (২২), মো. সাজিদ (২০) ও ফেরদৌস (২২)। এদের মধ্যে প্রাইভেটকার চালক জসিমের ঠিকানা জানা যায়নি। অন্যদের বাড়ি রংপুর জেলার বিভিন্ন এলাকায়। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে ওই চারজন একটি প্রাইভেটকার নিয়ে সাভারের হেমায়েতপুর আসে। সেখান থেকে তারা ফেরদৌস নামের আরেক সহযোগীকে সাথে নিয়ে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় প্রাইভেটকার থেকে বাবুল ও জসিম নেমে যায়। তাদের নামিয়ে দিয়ে বাকিরা উথলী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নেয়। পাটুরিয়ায় থাকা দুই ডাকাত যাত্রীবেশে শিবালয়ের রূপসা গ্রামের আক্কাস আলীর অটোরিকশাতে উঠে উথলী স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। পরে হাসপাতাল এলাকা থেকে অটোরিকশার চালককে মারপিট করে রিকশাটি ডাকাতি করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ অটোরিকশাসহ জুয়েলকে গ্রেপ্তার করে। পুলিশের অবস্থান টের পেয়ে প্রাইভেটকারে থাকা চারজন পালিয়ে যায়। এসময় পুলিশ তাদের ধাওয়া করে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা আউটপাড়া এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে একজন পালিয়ে যায়। শিবালয় থানার পরিদর্শক ফরিদ আহমেদ জানান, ডাকাতি হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে। সেই সাথে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার চারজনের মধ্যে আহত অবস্থায় জসিমকে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
Discussion about this post