পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ১৬ মাদ্রাসা শিক্ষার্থী ও ১ শিক্ষক খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। অসুস্থ সকলেই সোনাহার আল জামিয়াতুল ইসলামীয়া এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষক। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীরা প্রতিদিনের মতো মঙ্গলবারও সন্ধ্যার পুর্বে এতিমখানার নির্ধারিত খাবার খায়। এর কিছুক্ষণ পর তাদের বমি ও পেটের ব্যাথা শুরু হলে দ্রুত তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু খাবার পরেই হঠাৎ এতোগুলো শিক্ষার্থী একসংগে অসুস্থ হয়ে পড়লো তার কারণ জানাতে পারেননি মাদ্রাসা কর্তৃপক্ষ। তবে, দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মো: হাসিনুর রহমান জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণেই বমি ও পেটের ব্যাথা হয়েছে। চিকিৎসা দেয়ার পর বর্তমানে তারা শঙ্কামুক্ত বলে তিনি জানান।
 
			 
                                























































Discussion about this post