বগুড়া প্রতিনিধি: বগুড়ায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেলে থাকা আরো একজন। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে শাজাহানপুর উপজেলার মাদলা ব্রিজ সংলগ্ন এলাকায়।নিহতরা হলেন-সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের আলমাস হোসেনের ছেলে তানভীর আহমেদ (২২) ও বগুড়া সদরের চেলোপাড়া এলাকার শ্রী খোকনের ছেলে শ্রী সাগর (২৪)। আহত ব্যক্তি হলেন সিরাজগঞ্জর ধল্লব এলাকার মৃত স্বপনের ছেলে ছানী (২৩)। জানা গেছে, দুর্ঘটনার শিকার তিনজন বন্ধু ছিলেন। ঘটনার আগে তারা তিন বন্ধু মিলে বগুড়া থেকে মোটরসাইকেল যোগে মাদলা হয়ে মাটিডালি বাইপাসের দিকে যাচ্ছিলেন। পথে মাদলা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তারা প্রত্যেকেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তানভীর এবং চিকিৎসাধীন অবস্থায় পৌনে ৪টায় সাগরের মৃত্যু হয়। আহত অপরজন ছানীর অবস্থা গুরুতর। তাকে মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।ছিলিমপুর ও মেডিকেল ফাঁড়ির ইনচার্জ বেলাল হোসেন জানান, লাশ দুটো মর্গে রাখা আছে।
Discussion about this post