গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লুৎফর রহমান মোল্লা (৫০) নামে এক সুদ-ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে র্দুবৃত্তরা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজ গ্রাম চরকুশলীর রমজান সিকদারের বাড়ির সামনে রাস্তার পাশ থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের মাথা ও মুখমন্ডলে আঘাত ও কোপের চিহ্ন রয়েছে। তিনি ওই গ্রামের মৃত কুদ্দুস মোল্লার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লুৎফর রহমান রাত ১০টার দিকে পার্শ্ববর্তী খালেক-বাজার থেকে চরকুশলী গুচ্ছগ্রামে যান। সেখানে একটি চায়ের দোকানে চা পান করেন। এসময় তার মোবাইল ফোনে একটি কল আসলে সেখান থেকে দ্রুত চলে যান। পরে রাত ১১টার দিকে রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে এবং হাসপাতাল মর্গে পাঠায়। টুঙ্গিপাড়া থানার ওসি এ.কে.এম সুলতান মাহমুদ জানিয়েছেন, ঘটনায় এখনও মামলা হয়নি। কি কারণে হত্যার ঘটনা ঘটেছে সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে তৎপর রয়েছি।
Discussion about this post