নীলফামারী প্রতিনিধি: জেলার সব ধরনের সমস্যা সমাধান ও এলাকার সকল প্রকার উন্নয়নে নীলফামারীবাসীকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নীলফামারী নবাগত জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নীলফামারী জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আমরা বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসাবে চাই। আমি আপনাদের সহযোগীতা নিয়ে কাজ করবো। দুর্নীতি করলে আমার বিরুদ্ধেও লিখবেন উল্লেখ করে জেলা প্রশাসক আরো বলেন, দুর্নীতি নিয়ে আমার জিরো টলারেন্স আনতে চাই। তিনি জেলার উন্নয়নসহ সামগ্রিক বিষয় নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, আমি এখানে এসেছি সরকারি কর্মসূচী বাস্তবায়ন করতে। নীলফামারীর সাংবাদিকসহ সকল স্তরের মানুষের সহযোগিতা নিয়ে উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে চাই। জেলা প্রশাসক বলেন, কাজের গতি বৃদ্ধি করতে সাংবাদিক-প্রশাসনের মধ্যে শেয়ারিং (অংশগ্রহণ) প্রয়োজন। নীলফামারীতে পর্যটন শিল্পের বিকাশসহ জেলার সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন জেলা প্রশাসক।সাংবাদিকরা পরিবেশ দূষণ, শিক্ষা প্রতিষ্ঠানে মনিটরিং বাড়ানোসহ জেলা প্রশাসনের মিডিয়া সেলকে আরো শক্তিশালী করার মতামত ব্যক্ত করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আব্দুর রহমান। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক জনকন্ঠের স্টাফ রির্পোটার নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী, আরটিভি জেলা প্রতিনিধি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, রিপোর্টার ইউনিটের সভাপতি নুরে আলম সিদ্দিকী, সাধারন সম্পাদক সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ। উল্লেখ যে চলতি বছরের গত ১৪ জানুয়ারী জেলা প্রশাসক হিসাবে খন্দকার ইয়াসির আরেফীন নীলফামারীতে যোগদান করেন। এর আগে তিনি কৃষি মন্ত্রীর একান্ত সচিবের দায়িত্বে পালন করেন
Discussion about this post