স্পোর্টস রিপোর্ট: রোমাঞ্চকর লড়াইয়ের সবই ছিল শেষ মুহূর্তে। মেজাজ হারানো, লাল কার্ড। কিন্তু দারুণ শুরুর পর হতাশার ড্র নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। লা লিগায় এস্পানিওলের সঙ্গে ম্যাচটি ড্র করেছে ২-২ গোলে। দারুণ শুরুতে ২ মিনিটেই লিড পেয়েছিল বার্সেলোনা। গোল করেন পেদ্রি। ৪০ মিনিট বাদে বাঁকানো শটে এস্পানিওলকে সমতায় ফিরিয়েছেন দারদার।৬৪ মিনিটে ঠিকই স্কোর ২-১ করে ফেলেন এস্পানিওলের রাউল দে তমাস। তখন এস্পানিওলও স্বপ্ন দেখছিল। তাও আবার ২০০৮-০৯ মৌসুম পর প্রথম ডার্বি জয়ের স্বপ্ন! কিন্তু রোমাঞ্চকর লড়াইয়ে শেষ দিকের যোগ হওয়া সময়ে (৯০+৬ মিনিট) বার্সা শিবিরে স্বস্তি ফিরিয়েছেন লুক ডি ইয়ং। তার হেড থেকেই স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়তে পারে বার্সেলোনা।
Discussion about this post