রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পোল্ট্রি ফার্মে শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ (৯) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হারুয়ালছড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মারুফ ওই গ্রামের নুরুল আলমের ছেলে। স্থানীয় ইউপি সদস্য জানান, মারুফ বিকাল ৪টার দিকে বন্ধুদের সঙ্গে খেলা করছিল। তাদের বাড়ির পাশেই বেবি আক্তার নামে এক মহিলা পোল্ট্রি ফার্ম করেছেন। ফার্মের চারপাশে শিয়াল মারার জন্য তৈরি করা ছিল বৈদ্যুতিক খোলা তারের ফাঁদ। মারুফ খেলা করার একপর্যায়ে ওই ফাঁদে আটকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
Discussion about this post