স্পোর্টস রিপোর্ট: চট্রগ্রামে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে লাঞ্চ বিরতির পর কাসুন রাজিথা লিটন ও তামিমকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের উপর কিছুটা চাপের সৃষ্টি করেছিলো। কিন্তু মুশফিক ও সাকিব আস্থার সঙ্গে খেলে সেই চাপ থেকে বেরিয়ে এসে এখন শ্রীলঙ্কর রান টপকে গেছে । এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশ ১৪৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪১৮ রান করেছে। বাংলাদেমের লিড ২১ রানের । এখন খেলছেন মুশফিক ৯১ ও সাকিব ২৪ রানে। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করে ৩৯৭ রান। আজ লাঞ্চের পর পাঁচ হাজারের দারুণ এক মাইলফলকে পৌছেছেন মুশফিকুর রহিম। টেস্টে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই রানের ক্লাবে প্রবেশ করেছেন মিস্টার ডিপেন্ডেবল।
Discussion about this post