সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১০লক্ষাধীক টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। বুধবার রাত ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগলে পাঁচটিদোকানের মালামাল ভস্মিভুত হয়। পরে ফায়ার সার্ভিস এর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধানঘরা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুম জানান ,রায়গঞ্জ বাজারের অনন্তের মুদি দোকান থেকে রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে আগুন লাগলে মুহূর্তের মধ্যে আশেপাশের জুতার দোকান,স্যানেটারী দোকান, কসমেটিকসের দোকান ও একটি সেলুনসহ পাঁচটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে স্থানীয় লোকজন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
Discussion about this post