আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ফের‘গণহত্যা’ চালানোর অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন এই অভিযোগ করেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যায়িত করে বাইডেন বলেন, ‘(ইউক্রেনে) গণহত্যা সংঘটিত হয়েছে কি না তা নির্ধারণ আইনজীবীদের ওপর নির্ভর করবে। এটি অবশ্যই আমার কাছে গণহত্যা বলে মনে হচ্ছে। ইউক্রেনে গণহত্যা চালাচ্ছেন রুশ এই ‘একনায়ক’ প্রেসিডেন্ট ‘ রাশিয়ার সমারিক অভিযান শুরুর পর ইউক্রেনের ঘটনা বর্ণনা করতে এবারই প্রথম ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করেছেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট।জ্বালানির ব্যয় সম্পর্কে কথা বলতে গিয়ে বাইডেন বলেন, ‘আপনার পারিবারিক বাজেট বা আপনার (গাড়ির) ট্যাংক পূরণ করার সক্ষমতা – এর কোনোটিই অর্ধেক পৃথিবী দূরে একজন স্বৈরশাসকের যুদ্ধ ঘোষণা এবং গণহত্যা করেছে কি না তার ওপর নির্ভর করা উচিত নয়।’ এদিকে,ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন বিভিন্ন শহরে গণকবর পাওয়া যাচ্ছে। এছাড়া রাশিয়ান সৈন্যদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ করেছেন তিনি।
Discussion about this post