আন্তর্জাতিক ডেস্ক: স্ত্রীকে নিয়ে দেশ ছেড়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। জানা গেছে, বুধবার (১৩ জুলাই) সকালে সেনাবাহিনীর বিশেষ বিমানে মালদ্বীপে পৌঁছান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। ভেলানা বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান মালদ্বীপের সরকারি কর্মকর্তারা। শ্রীলঙ্কা জুড়ে ব্যাপক বিক্ষোভের পর মঙ্গলবার গভীর রাতে দেশ ছাড়েন গোতাবায়া। দেশটির এক কর্মকর্তার সূত্রে জানা গেছে, কলম্বো বিমানবন্দর থেকে সেনাবাহিনীর বিশেষ বিমানে করে গোতাবায়া দেশ ছাড়েন। শ্রীলঙ্কার এক কর্মকর্তা এএফপি-কে জানিয়েছেন, আন্তোনভ-৩২ বিমানে এক দেহরক্ষীকে নিয়ে সস্ত্রীক প্রেসিডেন্ট দেশ ছেড়েছেন।
Discussion about this post