মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জিসান (২০) ও সাজিদ (২০) নামে দুই যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় রাজু (২২) নামে আরো একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান সদর উপজেলার জাগলা গ্রামের তুষার শেখের ছেলে এবং সাজিদ একই উপজেলার ছোনপর গ্রামের আশরাফ হোসেনের ছেলে। আহত রাজুকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশাঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। মাগুরা সদর উপজেলার তিতারখাঁ পাড়ার আবদুর রহিম বিশ্বাসের ছেলে রাজু মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের এমএসসির শিক্ষার্থী। জানা যায়, ওই তিন যুবক যশোরে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে মাগুরায় ফিরছিলেন। পথে মাগুরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের হলে ঘটনাস্থলেই জিসান ও সাজিদের মৃত্যু হয়। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। মাইক্রোবাস চালককে আটকের চেষ্টা করা হচ্ছে।
Discussion about this post