আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যায় রাজস্থানের বারমেরে প্রশিক্ষণ চলাকালীন ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২১ জেট বিধ্বস্ত হয়। ঘটনায় দুই পাইলট নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ভারতীয় বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আইএএফের টুইন সিটার মিগ-২১ প্রশিক্ষক বিমানটি আজ সন্ধ্যায় রাজস্থানের উতারলাই বিমান ঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য উড়ছিল। স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিট নাগাদ বিমানটি বারমেরের কাছে দুর্ঘটনার সম্মুখীন হয়। উভয় পাইলট মারাত্মক আহত হন। বিবৃতিতে আরো বলা হয়, আইএএফ প্রাণহানির জন্য গভীরভাবে অনুতপ্ত এবং শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য আদালতকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সঙ্গে কথা বলেছেন। রাজনাথ সিং টুইটারে বলেছেন, রাজস্থানের বারমেরের কাছে আইএএফ-এর মিগ-২১ প্রশিক্ষক বিমানের দুর্ঘটনার শিকার দুটি বিমান যোদ্ধার ক্ষতির জন্য গভীরভাবে মর্মাহত। জাতির প্রতি তাদের সেবা কখনই ভোলা যাবে না। দুঃখের এই মুহূর্তে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। মিগ-২১ মূলত সোভিয়েত-যুগের একক-ইঞ্জিন মাল্টিরোল ফাইটার/গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফ্ট। বিমানটির একটি দুর্বল নিরাপত্তা রেকর্ড রয়েছে এবং আশা করা হচ্ছে পরবর্তী দশকের মধ্যে পরিষেবা থেকে এটি প্রত্যাহার করা হবে। পরিবর্তে আরো আধুনিক বিমান ব্যবস্থার মাধ্যমে এটিকে প্রতিস্থাপান করা হবে।
Discussion about this post