শেরপুর প্রতিনিধি: শেরপুরে মোটরসাইকেল-সিএনজিচালিত আটোরিকশার সংঘর্ষে হুমায়ুন কবির নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো চারজন। শনিবার বিকালে সদর উপজেলার তাতালপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন জেলার শ্রীবরদী উপজেলার গড়জরিপা গ্রামের শাহ আলমের ছেলে। পুলিশ জানায়, হুমায়ুন কবির শেরপুর শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে গড়জরিপা যাচ্ছিল। পথে ঝিনাইগাতী সড়কের তাতালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত আটোরিকশার সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হুমায়ুন পাশের ধান ক্ষেতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হয় সিএনজির আরো চার যাত্রী। পরে পুলিশ আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। সেই সাথে গাড়ি দুটি থানা হেফাজতে নিয়ে যায়।
Discussion about this post