বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে পুকুরে জেলেদের জালে ধরা পড়েছে একটি বড়ো কুমির। আজ মঙ্গলবার (২৯ মার্চ) সকালে উপজেলার শ্রীরম্ভা এলাকার ইস্রাফিল গাজীর বাড়ির পুকুর থেকে স্থানীয়রা জালে কুমিরটি ধরা পড়ে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে কুমিরটি নিয়ে যান। এদিন দুপুরে সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে কুমিরটিকে অবমুক্ত করা হয়। স্থানীয়রা জানান, সোমবার বিকেল থেকে এক ব্যক্তির ৬টি হাঁস নিখোঁজ হয়। এরপর মঙ্গলবার সকালে ইস্রাফিল গাজীর পুকুরে হাঁসের পাখনা ভাসতে দেখে সন্দেহ হয়। পরে জাল টানলে কুমিরটি ধরা পড়ে। এই পুকুরটির সঙ্গে ভ্যাকটমারি খালের শাখা কৌচুর খালের সরাসরি সংযোগ রয়েছে। এসব খালে সরাসরি পশুর নদীর পানি প্রবেশ করে। ধারণা করা হচ্ছে পশুর নদী থেকে জোয়ারের সময় কুমিরটি এই খালে প্রবেশ করেছে। সেই থেকে কুমিরটি পুকুরেই রয়ে যায় সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে কুমিরটি উদ্ধার করে পশুর নদীতে অবমুক্ত করেছি। এর আগে ১১ মার্চ রামপাল উপজেলার বগুড়া খালে মাছ ধরার সময় জেলেদের জালে একটি কুমির আটকা পড়ে। পরবর্তীতে কুমিরটিকে সুন্দরবনের করমজল সংলগ্ন খালে অবমুক্ত করা হয়। এদিকে, বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের গোটাপাড়া গ্রামের এক জেলের জালে একটি পদ্ম গোখরা ধরা পড়েছে। পরে ওই সাপটি গোটাপাড়া ইউনিয়নের দফাদার সেখান থেকে উদ্ধার করে সুন্দরবন পূর্ববন বিভাগের অফিসে দিয়ে আসেন। এরপর বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেনের নির্দেশে সাপটি করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে সোমবার দুপুরে অবমুক্ত করা হয়।
Discussion about this post