বিনোদন ডেস্ক: ঢালিউড চিত্রনায়ক সাইমন সাদিক। পুরো নাম সাদিক মোহাম্মদ সাইমন হলেও সাইমন সাদিক হিসেবে পরিচিত তিনি। একান্নবর্তী পরিবারে বেড়ে উঠেন সাইমন। তার দাদা ছিলেন প্রথম শ্রেণির ঠিকাদার। আর বাবা ছিলেন চেয়ারম্যান।এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন অজানা বিভিন্ন তথ্য। স্কুল মাঠে খেলা, বিল থেকে শালুক তুলে আনার স্মৃতি শেয়ার করেছেন তিনি। সাইমন বলেন, ‘ছোটবেলায় আমাকে শাসন করত আব্বু। আম্মু কখনো কিছু বলত না। চাচারা বকাঝকা করত। আমাকে বাড়ির অন্যরা বকা দেবে সেটা চাচারা মেনে নিতে পারতেন না। অল্প কিছু হলেই চিৎকার শুরু করতাম। তখনই দাদু দৌড়ে আসতেন।’ ছোটবেলায় কোনো অ্যাম্বিশন ছিল না উল্লেখ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নায়ক বলেন, ‘মিডিয়া বা ফিল্মে কাজ করব সেটা ছিল কল্পনায় ছিল না। এ জগতে আসার আগে আমি কখনো ছবিও তুলিনি।’ গুণী নির্মাতা জাকির হোসেন রাজুর পরিচালানায় প্রথম সিনেমায় অভিনয় করেন সাইমন সাদিক। কীভাবে তার সঙ্গে পরিচয়? উত্তরে সাইমন বলেন, ‘ব্যবসার কাজে একদিন শেওড়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলাম। আমার ম্যানেজারের জন্য অপেক্ষা করছিলাম। সেখানেই ওস্তাদ রাজু স্যারের সঙ্গে দেখা। আমাকে যখন প্রস্তাব দেওয়া হয়েছিল তখন সঙ্গে সঙ্গে না করে দিয়েছিলাম। পরে যখন রাজু স্যারের সম্পর্কে জানলাম, তখন ইচ্ছা জাগল। পরে উনি আমাকে ফটোশুট করতে বলেছিলেন। ফটোশুটের প্রতি আমার একটা অনীহা ছিল। পরে অবশ্য ফটোশুট করেছিলামও।’ সাইমনের প্রথম সিনেমা ‘জ্বী হুজুর’। এটি শুরু করতে করতে ৪-৫ বছর চলে গিয়েছিল। পরে ২০১০ সালে শুরু হয়েছিল সিনেমার কাছ। আনন্দ মেলা চলচ্চিত্রের লিমিটেড প্রযোজনা করেছিল সেটা। দেশের অনেক ব্যবসা সফল সিনেমা তৈরি হয়েছে এ প্রযোজনা সংস্থা থেকে। এরপর থেকেই ওস্তাদের সঙ্গে এফডিসিতে যাওয়া আসা শুরু হয়।’ আলাপকালে ঢালিউডের এ চিত্রনায়ক বলেন, ‘সাইমন সাদিক হওয়ার পেছনে ‘জ্বী হুজুর’ সিনেমার ব্যাপক অবদান। পরবর্তীতে ‘পোড়ামন’ সিনেমাটি ব্যাপকভাবে সাপোর্ট দেয়। স্টারডমের ব্যাপারটা ‘পোড়ামন’ থেকেই ফিল করি।’ সাইমন প্রথম হোচট খান জাজ মাল্টিমিডিয়া থেকেই। হঠাৎ করে জাজের সঙ্গে মনোমালিন্য শুরু হয় এ অভিনেতার। তখন অনেকটাই ভেঙে পড়েছিলেন, পরে ঘুরেও দাঁড়িয়েছেন। স্ক্রিনে টিকে থাকার জন্য ছোট বেশ কয়েকটি সিনেমা করেন তিনি। এ নায়ক ঘুরে দাঁড়িয়েছেন ‘জান্নাত’ সিনেমায় অভিনয় করে। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় এ সিনেমায় অভিনয় করেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। পাশাপাশি ব্যবসায়িক সফলতাও পেয়েছে সিনেমাটি। বর্তমানে সাইমনের হাতে আছে একাধিক সিনেমা। শামীম আহমেদ রনীর পরিচালনা ‘লাইভ’, শাহীন সুমনের ‘গ্যাংস্টার’, জাকির হোসেন রাজুর ‘আর্তনাদ’, অপূর্ব রানার ‘জলরঙ’ ইত্যাদি। সাইমন মনে করেন, স্বজনপ্রীতি আমাদের ইন্ডাস্ট্রিতও আছে। সম্পর্কের খাতিরে এখানে অনেক অদল-বদল হয়ে যায়। শিল্পীকে সাজিয়ে নেবে পরিচালক। সাইমন বিশ্বাস করেন, ঢালিউড ইন্ডাস্ট্রি অনেক উচ্চতায় যাবে।
Discussion about this post