রাজশাহী প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড়ের চেকপোস্ট থেকে টহল পুলিশ তাকে গ্রেপ্তার করে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার আনিসুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, শুক্রবার (১৯ মে) পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতির বক্তব্যে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন। এসময় তিনি বলেন, আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এখন এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করানোর জন্য যা যা দরকার আমরা তা করবো।
Discussion about this post