বিনোদন ডেস্ক: বলিউডের এই সময়ের জনপ্রিয় একজন অভিনেতা রাজকুমার রাও। ছবি চুক্তি করানোর কথা বলে তার না ভাঙিয়েই কিনা করা হয়েছে তিন কোটি টাকার প্রতারণার ছক। ঘটনা জানতে পেরে সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে সবাইকে সাবধানও করলেন অভিনেতা। এই প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য তিনি সবাইকে অনুরোধও করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর খবর, অর্জুন নামে এক ব্যক্তির কাছে ইমেইল যায়। সেখানে প্রেরক হিসেবে রয়েছে অভিনেতা রাজকুমার রাওয়ের নাম। ইমেইলে লেখা, রাজকুমার তার সহকারী সৌম্য ও অর্জুনের সঙ্গে আলোচনার ভিত্তিতে ‘হানিমুন প্যাকেজ’ নামে একটি ছবিতে কাজ করতে রাজি হয়েছেন।এই ইমেইল চুক্তি হিসেবে গণ্য হবে। ইমেইলে আরও লেখা, রাজকুমার আপাতত মুম্বাইতে নেই। সেখানে ফিরলেই চিত্রনাট্য পড়া, ইমেইল করা চুক্তির হার্ড কপি করা হবে। তবে ইমেইলের ভিত্তিতে হাতে দশ লাখ টাকা ক্যাশ এবং তিন কোটি টাকার চেক রাজকুমারের অ্যাকাউন্টে সই বাবদ পাঠানোর পরই ইমেইলটি চুক্তিপত্র হিসেবে গণ্য হবে। ওই ইমেইলেই অর্জুন, পরিচালক এবং প্রযোজককে চিত্রনাট্য পড়ার জন্য ডেকে পাঠিয়েছেন ‘রাজকুমার’। নিজের পোস্টে সেই ইমেইলের স্ক্রিনশট দিয়ে রাজকুমার জানিয়েছেন, সৌম্য নামে তার কোনো সহকারী নেই। এই ধরণের কোনো ছবিতে তিনি কাজ করছেন না। সই করার তো কোনো প্রশ্নই ওঠে না। অভিনেতা জানিয়েছেন, ইমেইল আইডি এবং ম্যানেজারের নাম সবই ভুয়া। পুরোটাই প্রতারণার ছক। এসবে ফাঁদে পা দিতে আগে থেকেই সাবধান করেছেন অভিনেতা।
Discussion about this post