নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা শহর মাইজদীর পৃথকস্থানে অভিযান চালিয়ে ইবনে সাঈদ শিমুল ও মিশু সরকার নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও ২৫পিস ইয়াবা জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালী পৌর এলাকার হারিছ মিয়ার বাড়ির ইবনে সাঈদ শিমুল ও বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের মিশু সরকার। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জেলা শহর মাইজদীর পৃথক স্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানকালে মাইজদী থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলিসহ সন্ত্রাসী ইবনে সাঈদ শিমুলকে গ্রেপ্তার করা হয়। পরে শহরের শহীদ ভুলু স্টেডিয়াম এলাকার পলাশের একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিশু সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটির অধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
Discussion about this post