ডেস্ক রিপোর্ট: নেপালের সরকার সম্পূর্ণ টিকাপ্রাপ্ত পর্যটকদের অর্থাৎ টিকার দ্বিতীয় ডোজ নেওয়া ব্যক্তিদের আর কোয়ারেন্টিনে থাকতে হবে না এবং তারা অন অ্যারাইভাল ভিসাও পাবেন। তবে সম্পূর্ণরূপে টিকা নেওয়া পর্যটকদের ফ্লাইটের সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে করা ‘নেগেটিভ পিসিআর’ বা অন্য টেস্ট রিপোর্ট দাখিল করতে হবে।নেপালি টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আংশিকভাবে টিকা নেওয়া এবং টিকা না নেওয়া পর্যটকদের তাদের নিজ নিজ দেশে অবস্থিত নেপালের দূতাবাস অথবা অন্য কোথাও থেকে ভিসা নিতে হবে। কাঠমুন্ডুতে সরকার অনুমোদিত হোটেলে ১০ দিন কাটাতে হবে এবং বাইরে বের হওয়ার আগে তাদের ‘পিসিআর নেগেটিভ টেস্ট’ করতে হবে।ভারতীয়দের ক্ষেত্রে (ব্যতিক্রম ছাড়া) স্থলপথে আগত পর্যটকদের নেপালের কূটনৈতিক মিশন থেকে তাদের ভিসা নিয়ে আসতে হবে এবং চীনা বা ভারতীয় সীমান্তে ‘অ্যান্টিজেন টেস্ট’ এ নেগেটিভ হতে হবে।উল্লেখ্য, আগে বিদেশে অবস্থিত নেপালের মিশনগুলো থেকে ভিসা নিতে হয়েছিল এবং কাঠমন্ডু কোনো হোটেলে নিজস্ব খরচে সাতদিনের কোয়ারেন্টিনে থাকতে হয়েছিল।
Discussion about this post