স্পোর্টস রিপোর্ট: ফ্রেঞ্চ লিগ ওয়ানে শনিবার রাতের ম্যাচে ক্লারমন্টের বিপক্ষে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন নেইমার এবং কিলিয়ান এমবাপ্পে। তাতেই উড়ে গেছে প্রতিপক্ষ। ম্যাচটিতে ৬-১ গোল ব্যবধানে জিতেছে পিএসজি। কিন্তু দলের দুই তারকার হ্যাটট্রিকের দিনে গোলহীন ছিলেন আরেক তারকা ফুটবলার লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন তারকা গোলের দেখা না পেলেও অন্যরকম হ্যাটট্রিক পূর্ণ করতে সক্ষম হয়েছেন মেসি। নেইমার-এমবাপ্পেদের করা তিনটি গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। প্রতিপক্ষে মাঠে খেলতে গিয়ে ম্যাচের ষষ্ঠ মিনিটেই মেসির অ্যাসিস্ট থেকে দলকে এগিয়ে দেন নেইমার। ম্যাচের আয়ু ২০ মিনিট হওয়ার আগে মেসির দ্বিতীয় অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। বিরতিতে যাওয়ার আগে জোদেল দোসুর গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের খেলায় আরও আক্রমণাত্মক হয়ে উঠে সফরকারীরা। ৭১ মিনিটে পেনাল্টি থেকে নেইমার গোল করে ব্যবধান ৩-১ করেন। ৭৪ মিনিটে এমবাপ্পেও নিজের জোড়া গোল পূর্ণ করেন। তাতে ব্যবধান হয় ৪-১। মাঝমাঠের কাছে মেসির পাস পেয়ে নেইমার লম্বা করে বাড়ান ডি-বক্সে। বল নিয়ন্ত্রণে নিয়ে এগিয়ে আসা গোলরক্ষককে কাটিয়ে দুরূহ কোণ থেকে জালে পাঠান ২৩ বছর বয়সী ফুটবলার। ৮০তম মিনিটে এমবাপে পূর্ণ করেন গোলের হ্যাটট্রিক, আর মেসি অ্যাসিস্টের। সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার পাস পেয়ে ওপরের কোণা দিয়ে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড। চলতি লিগ ওয়ানে ২৮ ম্যাচে ২০ গোল করে তালিকার শীর্ষে উঠে গেলেন বিশ্বকাপ জয়ী তারকা। আর দুই মিনিট পর তার পাস থেকেই হ্যাটট্রিক পূরণ করেন নেইমার। বড় জয় নিশ্চিত হয়ে যায় সফরকারীদের। ফলে ৩১ ম্যাচে ২২ জয় ও ৫ ড্রয়ে পিএসজির পয়েন্ট হলো ৭১।
Discussion about this post