আন্তর্জাতিক ডেস্ক: চীনের মহাকাশ স্টেশন থেকে দেশটির তিন নভোচারি পৃথিবীতে নিরাপদে ফিরেছেন। মিশন সম্পূর্ণ সফল উল্লেখ করে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রবিবার এ খবর জানিয়েছে। মহাকাশ যান সেনঝু-১৫ চীনের উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়ার অবতরণস্থলে নিরাপদে ফিরে এসেছে। নভোচারী ফেই জুনলং, দেং কিং মিং এবং ঝাং লু ক্যাপসুল থেকে সুস্থ শরীরে বের হয়ে এসেছেন। এই তিন নভোচারী ছয় মাস তিয়াংগঙ মহাকাশ স্টেশনে ছিলেন। সেখানে তারা স্পেসওয়াকসহ নানা ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। এদিকে চীন গত সপ্তাহে প্রথম বেসামরিকসহ আরও তিন নভোচারীকে মহাকাশে পাঠিয়েছে।
Discussion about this post