স্পোর্টস ডেস্ক: মেজর লিগ সকারের (এমএলএস) নিয়ম ভাঙায় শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ইউএস ওপেন কাপের ফাইনালে ওঠার মতো সাফল্যের পর মেজর লিগ সকারের অভিষেকটাও রাঙিয়েছেন মেসি। ওই ম্যাচেও পেয়েছেন জয়। সব মিলিয়ে মার্কিন ফুটবলে দুর্দান্ত সময় কাটাচ্ছেন মেসি। তবে সেই আনন্দে কিছুটা ভাটা ফেলতে পারে এই নতুন খবর। এমএলএস অভিষেকে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে জয়ের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি মেসি। সেখানেই এই লিগের একটি নিয়ম ভেঙে ফেলেছেন তিনি। ফলে মেসি পেতে পারেন শাস্তি। এমএলএসের মিডিয়া কমিটির সভাপতি ড্যান কোর্টমানচে ইন্টার মায়ামি কর্তৃপক্ষকে জানানোর পরও মেসিকে সংবাদ সম্মেলনে পাওয়া যায়নি। তবে তাকে কী ধরনের শাস্তি দেওয়া হতে পারে কিংবা আদৌ শাস্তি পাবেন কিনা তা এখনো ঠিক হয়নি।
Discussion about this post