ঢাকা: পেঁয়াজ ও আলুর কমলেও নিত্যপণ্যের বাজারে বেড়েছে চাল, ব্রয়লার মুরগি ও ডিমের দাম। এছাড়া সরবরাহ বাড়ায় শীতের সবজির দাম কমেছে। ভোজ্যতেল, চিনি, আটা ও ডালের দাম অপরিবর্তিত রয়েছে। মাছ-মাংস বিক্রি হচ্ছে আগের দামে। রাজধানীর কাওরানবাজার, ফার্মগেট কাঁচাবাজার, মোহাম্মদপুর টাউন হল মার্কেট এবং মিরপুর সিটি কর্পোরেশন বাজার থেকে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। এছাড়া সরকারী বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা টিসিবি ভর্তুকি মূল্যে বিক্রি কার্যক্রম অব্যাহত রেখেছে। সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত নগরীর স্বল্প আয়ের মানুষ ভিড় করছেন টিসিবির ট্রাকসেল কার্যক্রমে। সরকারী ছুটি থাকায় নগরবাসী রয়েছে উৎসবের আমেজে। সকাল থেকে কাঁচাবাজারগুলোতে ছিল উপচেপড়া ভিড়।
Discussion about this post