স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য আগামীকাল(রবিবার) দেশ ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর আগে আজ(শনিবার) কোভিড টেস্ট করে নিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদরা। বিসিবির উদ্যোগে ক্রিকেটারদের বাড়ি বাড়ি গিয়েই চলছে কোভিড টেস্টের কার্যক্রম। এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। আর কয়েকজনের কোভিড টেস্ট করা হবে বিসিবি অফিসেই। আজ(শনিবার) রাতেই এই টেস্টের ফলাফল চলে আসবে বলে জানা যায়। আর সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল(রবিবার) ওমানের উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ দল। তবে দেশ ছাড়ার সময় সাথে থাকবেন না দুই টাইগার ক্রিকেটার। কেননা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অংশ নিতে এখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। আইপিএল শেষ করে সেখান থেকে সোজা ওমানে চলে আসবেন তারা। এদিকে হেড কোচ রাসেল ডোমিঙ্গো, ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স, পেস বোলিং কোচ ওটিস গিবসন, স্পিন কোচ রঙ্গনা হেরাথ, ফিল্ডিং কোচ রায়ান কুক, ফিজিও এবং ট্রেনার সবাই এখনও ছুটিতে নিজ নিজ দেশে অবস্থান করছেন। তারা দলের সাথে যোগ দেবেন ওমানে। সেখানেই ৫ অক্টোবর শুরু হবে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনীর টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক অনুশীলন।
Discussion about this post