আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রধান তো লাম এই সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। সোমবার (৬ অক্টোবর) ভিয়েতনাম সরকার ও উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর নিশ্চিত করেছে। এটি হবে প্রায় ২০ বছর পর কোনো ভিয়েতনামি নেতার প্রথম উত্তর কোরিয়া সফর।ভিয়েতনাম সরকারের ঘোষণা অনুযায়ী, তো লামের এই তিন দিনের সফর আগামী ৯ অক্টোবর শুরু হবে এবং এটি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের আমন্ত্রণে অনুষ্ঠিত হচ্ছে। এই সময়েই উত্তর কোরিয়া তাদের শাসক দল ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠার ৮০ বছর পূর্তি উপলক্ষে ১০ অক্টোবর একটি সামরিক কুচকাওয়াজ আয়োজন করতে যাচ্ছে। ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রী ফান ভান জিয়াং এই সফরকারী প্রতিনিধিদলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।১৯৫৭ সালে প্রেসিডেন্ট হো চি মিনের ঐতিহাসিক সফরের পর সর্বশেষ ২০০৭ সালে ভিয়েতনামের শাসক কমিউনিস্ট পার্টির প্রধান নং ডাক মান উত্তর কোরিয়া সফর করেছিলেন। অন্যদিকে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর দ্বিতীয় শীর্ষ বৈঠকের জন্য ভিয়েতনামের রাজধানী হ্যানয় গিয়েছিলেন।কমিউনিস্ট দেশ দুটির মধ্যে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক বজায় রয়েছে এবং এ বছর তারা তাদের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদ্যাপন করছে। তবে বর্তমানে তাদের মধ্যে কোনো বাণিজ্যিক সম্পর্ক নেই। গত বছর পাঁচ বছরের বিরতির পর নিম্নস্তরের কর্মকর্তাদের মধ্যে বৈঠক পুনরায় শুরু হয়েছে।উল্লেখ্য, তো লাম গত আগস্ট মাসে দক্ষিণ কোরিয়া সফর করে এসেছেন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক অত্যন্ত উত্তেজনাপূর্ণ।
























































Discussion about this post