স্পোর্টস রিপোর্ট: ঘরের মাঠে গালাতাসারাই শুরুটা ভালো করেও ছন্দ ধরে রাখতে পারেনি। ঘুরে দাঁড়িয়ে ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে বার্সেলোনা।তুরস্কের ইস্তানবুলে বৃহস্পতিবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে শাভি এরনান্দেসের দল। কাম্প নউয়ে প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল। পিছিয়ে পড়ার পর চমৎকার গোলে প্রথমার্ধেই সমতা টানেন পেদ্রি। বিরতির পর জয়সূচক গোলটি করেন পিয়েরে-এমেরিক অবামেয়াং।গ্যালাতাসারাইয়ের মাঠে আধিপত্য বিস্তার করেই খেলেছে বার্সেলোনা। পুরো ম্যাচে প্রায় ৭০ শতাংশ সময় বলের দখল রেখে গোলের জন্য ১৯টি শট করে তারা। যার মধ্যে ৪টি ছিল লক্ষ্য বরাবর। অন্যদিকে ৯টি শট করে ৩টি লক্ষ্যে রাখতে পেরেছে স্বাগতিক ক্লাবটি। অবশ্য প্রথম গোলটি করে স্বাগতিকরাই। ম্যাচের ২৮ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন মার্কাও নসিমেন্তো টেক্সেইরা। তবে সমতা ফেরাতে সময় নেয়নি বার্সেলোনা। গোল হজমের ৯ মিনিটের মধ্যেই দলের পক্ষে প্রথম গোলটি করেন বার্সেলোনার ওয়ান্ডার বয় পেদ্রি রদ্রিগেজ। পরে দ্বিতীয়ার্ধে ফিরে মাত্র ৪ মিনিটের মধ্যেই পিয়েরে এমেরিক আবেমেয়াং গোল করে দলকে এগিয়ে দেন। ডি-বক্সের বাইরে থেকে প্রথম শট নেন সার্জিও বুসকেটস, ফিরিয়ে দেন গোলরক্ষক। প্রতিহত হয় পেদ্রির প্রচেষ্টাও। তবে ডি ইয়ংয়ের কাছ থেকে বল পেয়ে আবেমেয়াং খুঁজে নেন জালের ঠিকানা। যা নিশ্চিত করে বার্সার জয়। শুক্রবার সন্ধ্যায় হবে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ড্র। বার্সেলোনা ছাড়াও শেষ আটে ওঠা অন্য দলগুলো হলো আটলান্টা, রেঞ্জার্স, ব্রাগা, ফ্রাংকফুট, ওয়েস্ট হ্যাম ও অলিম্পিক লিওন।
Discussion about this post