কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ রিয়াদ হোসেন সাইমন (১৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। আটককৃত রিয়াদ হোসেন সাইমন গজারিয়া উপজেলার মনারকান্দি গ্রামের মুকবুল হোসেন মুকুলের পুত্র। পুলিশ জানায়, সোমবার (০৯ মে) রাত ১১ টায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দাউদকান্দি পৌরসভার দোনারচর গ্রামের কামাল মিয়ার বাড়ী সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গ্রেফতারকৃত সাইমনের কাছ থেকে একটি পিস্তল ও ৩ গুলি রাউন্ড উদ্ধার করা হয়। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় অস্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে ওই যুবক নিজ বাসায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তার ব্যবহৃত একটি মোবাইলে ভিডিও ও সেলফি ধারন করে রাখে বলে পুলিশ জানায়।
Discussion about this post