বিনোদন ডেস্ক: প্রেম ও একাধিক বিয়েসহ নানা কারণে সারা বছরই আলোচনার কেন্দ্রে থাকেন টলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তারই ধারাবাহিকতায় ফের তিনি আলোচনায়। তবে প্রেম বা বিয়ে নয়, এবার রাজনীতির কারণে চর্চায় তিনি। শ্রাবন্তীর পরনে নীল-সাদা সালোয়ার-কামিজ। এমন সাজেই বুধবার তিনি বহরমপুরে পুরভোট উপলক্ষে সেখানকার তৃণমূল প্রার্থীর রোড শো-তে অংশ নিয়েছিলেন। সেখানে নাকি নায়িকা স্পষ্ট জানিয়েছেন, তিনি জোড়াফুলের (তৃণমূল) সঙ্গেই আছেন! গত নভেম্বরে টুইট করে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন শ্রাবন্তী। তার অভিযোগ, ‘বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের।’ ওই মাসেই বাসন্তীতে তৃণমূলের চার বিধায়কের সংবর্ধনা অনুষ্ঠানে দেখা যায় তাকে। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন এ দলটির নেতা শওকত মোল্লা সেদিন দাবি করেন, এই মঞ্চেই শ্রাবন্তী নাকি ঘাসফুল হয়ে ফুটতে চলেছেন নতুন করে! অভিনেত্রীও সেদিন মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, তাকে ডাকলে আবারও তিনি আসবেন। এবার পুরভোটের আগে তৃণমূলের প্রচারে সামিল হলেন তিনি। তবে কি শ্রাবন্তী পাকাপাকি তৃণমূলে যোগ দিতে চলেছেন? নায়িকার একের পর এক পদক্ষেপ সে দিকেই ইঙ্গিত করছে। বুধবারের রোড শো-য়ে ভোট চেয়ে শ্রাবন্তী বলেন, ‘মমতাদি সবার দিদি। ভীষণ আন্তরিক, ভালো মানুষ। সবার পাশে সবসময় থাকেন। তাই জোড়াফুলে ভোট দিয়ে তৃণমূলকেই জয়ী করুন।’ এর আগে গত বছরের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী। বেহালা পশ্চিম কেন্দ্র থেকে দলটির প্রার্থীও হয়েছিলেন। কিন্তু বিপুল ভোটে হেরে যান তৃণমূলের হেভিওয়েট প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। এরপর নানা অভিযোগ তুলে গত নভেম্বরে তিনি বিজেপি ছাড়ার ঘোষণা দেন।
Discussion about this post