আন্তর্জাতিক ডেস্ক: তৃতীয় মেয়াদে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়েই কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এর মধ্য দিয়ে ইতিহাস গড়েছেন তিনি। কেননা, দেশটির ইতিহাসে এবারই প্রথম কোনো নারী কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নরের নাম হাফিজে গায়ে এরকান। তার বয়স মাত্র ৪১ বছর। করপোরেট বিশ্বে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে এই নারীর। বাণিজ্যিক সেবা, ব্যাংকিং, বিনিয়োগ, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রযুক্তিক্ষেত্রে পেশাগত দক্ষতা রয়েছে হাফিজের। এরদোগানের এবারের শাসনামলে চাপে থাকা অর্থনীতি পুনরুদ্ধারে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এরকানের জন্ম ১৯৮২ সালে ইস্তাম্বুলে। তার বাবা প্রকৌশলী এবং মা গণিত ও পদার্থবিদ্যার শিক্ষক। শৈশব থেকেই তুখোড় শিক্ষার্থী ছিলেন তিনি। পড়েছেন ইস্তাম্বুল হাইস্কুলে। পরে দেশটির বোগাজিসি বিশ্ববিদ্যালয়ে শিল্পপ্রকৌশল নিয়ে পড়াশোনা করেন। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নেন তিনি। এরকান ২০১৫ ও ২০১৬ সালে ঐতিহ্যবাহী হার্ভার্ড বিজনেস স্কুল ও স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেসে পড়াশোনা করেছেন। এরপর যুক্তরাষ্ট্রের করপোরেট বিশ্বে কাজ শুরু করেন তিনি। বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসে সহযোগী হিসেবে ২০০৫ সালে কাজ শুরু করেছিলেন। ২০১১ সালে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হন। ২০১৪ সালে এরকান ফার্স্ট রিপাবলিক ব্যাংকে যোগ দেন। ২০২১ সালে তিনি প্রতিষ্ঠানটির সহপ্রধান নির্বাহী কর্মকর্তা হন। গত বছর তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক আবাসন খাতের বিনিয়োগ প্রতিষ্ঠান গ্রেস্টোনের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পান। তুরস্কে এরকান খুব একটা পরিচিত মুখ নন। ২০১৮ সালে তিনি ‘ফোরটি আন্ডার ফোরটি’ তালিকায় স্থান পেয়েছিলেন। ক্রেইন নিউইয়র্ক বিজনেস ও সানফ্রান্সিসকো বিজনেস টাইমস ৪০ বছরের কম বয়সী বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের এ তালিকা করেছিল। এরকান ন্যাশনাল কোয়ালিশন অব গার্লস স্কুলসের সঙ্গেও যুক্ত রয়েছেন। এ প্রতিষ্ঠান সম্প্রতি হাফিজে গায়ে এরকান ফার্স্ট রিপাবলিক ফেলোশিপ নামের একটি বৃত্তি চালু করেছে। তরুণ নারীদের নেতৃত্বের বিকাশে এই ফেলোশিপ কাজ করছে।
Discussion about this post