ঢাকা : সংক্ষিপ্ত সফর শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ঢাকা ছেড়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টায় কুর্মিটোলা বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু থেকে তিনি ভুটানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ সময় বিমানবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী উপস্থিত ছিলেন। এস জয়শঙ্কর গতকাল বৃহস্পতিবার বিকালে বিশেষ বিমানে ঢাকা আসেন। কুর্মিটোলায় বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় পররাষ্ট্র সচিব। এ সম্পর্কে এস জয়শঙ্কর জানান, নয়াদিল্লি সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন তিনি। আমন্ত্রণপত্র পেয়ে সুবিধাজনক সময়ে সফরের সম্মতিও জানানো হয়েছে জয়শঙ্করকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন জয়শঙ্কর।
Discussion about this post