ঢাকা : নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের চলমান সংঘর্ষে কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে নীলক্ষেতের রাস্তায় অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। তারা ঢাকা কলেজের শিক্ষার্থীদের পক্ষে স্লোগান দিচ্ছেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে প্রথমে জড়ো হন। পরে নীলক্ষেত মোড় অবরোধ করেন। ঢাবি শিক্ষার্থীদের তোরণে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানাতে দেখা গেছে এবং ঢাবিতে প্রবেশের রাস্তা বন্ধ করে দিয়েছেন তারা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেওয়া ব্যবসায়ীদের ধাওয়া দিলে তারা সেখান থেকে চলে যান। পরে ঢাবি শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। তারা পুলিশের রায়ট কারে জুতা এবং পুলিশের গাড়িতে ইট ছুড়তে থাকেন।সেখানে ডাকসুর সদস্য মাহমুদুল হাসান পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলেন, ‘আপনি নির্দেশ দিয়েছেন ঢাকা কলেজে গুলি করার। আপনি ব্যবসায়ীদের পক্ষ নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসময় ‘ঢাকা কলেজে হামলা কেন, প্রশাসন জবাব চাই’- সক নানান ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও হল শাখার বিভিন্ন নেতাদের সেখানে দেখা যায়। শিক্ষার্থীরা বলছেন, অনেক হয়েছে, এখন আর বসে থাকা চলবে না। আমরা ঢাকা কলেজের পাশে আছি। শিক্ষার্থীদের উপর হামলায় ব্যবসায়ীদের শাস্তি এবং গুলি করার নির্দেশদাতার মুখোশ উন্মোচন করার দাবি জানান তারা।
Discussion about this post