কক্সবাজার প্রতিনিধি: ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে নিখোঁজ হওয়া এক কিশোরীকে কক্সবাজারে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। আজ রবিবার সকালে শহরের পর্যটন জোনের কলাতলী থেকে তাকে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: মহিউদ্দীন আহমেদ। জানা যায়, কিশোরীকে উদ্ধারে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পরির্দশক কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এর আগে ঢাকার যাত্রাবাড়ি থেকে শনিবার নিখোঁজ হয় ওই কিশোরী। কোথাও খুঁজে না পেয়ে কিশোরীর পিতা যাত্রাবাড়ি থানায় সাধারণ ডায়েরি করেন। যাত্রাবাড়ি থানা পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারে যে, নিখোঁজ কিশোরী কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অবস্থান করছে। রবিবার উদ্ধারের পর তাকে মা-বাবার জিম্মায় দেয়া হয়েছে।
Discussion about this post