নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের গুড়া মিয়ার দোকান এলাকার একটি ডোবা থেকে মো. জাহিদ হোসেন (২৭) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাহিদ একজন মুরগি খামারি ছিলেন। সোমবার সকালে নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার সকাল থেকে নিখোঁজ থাকা ব্যবসায়ী জাহিদ হোসেনের মৃতদেহ রাত সাড়ে ১২টার দিকে খামার পাশ্ববর্তী একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। নিহত জাহিদ হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিল গ্রামের আবুল হাশেমের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, কবিরহাটের ব্যবসায়ী রাকিবের সাথে শেয়ারে চরআলগী বাজার সংলগ্ন গুড়া মিয়ার দোকান এলাকায় মুরগির খামারের ব্যবসা করতো জাহিদ। রোববার সকাল থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন সম্ভাব্যস্থানে তাকে খোজাখুঁজি করে। এর এক পর্যায়ে রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার খামার পাশ্ববর্তী একটি ডোবার মধ্যে ভাসমান অবস্থায় তার মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটন্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহটি উদ্ধার করে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের শরীরের আঘাতের কোন চিহৃ পাওয়া যায়নি। তার মৃত্যুর কারন জানা যায়নি। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ঘটনায় একটি অপমৃত্যু মামলার দায়ের করা হবে।
Discussion about this post