গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশন-সংলগ্ন কাটাপুল এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার শিশুসন্তান। তার অবস্থা গুরুতর। বুধবার সকাল সোয়া সাতটার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন অর রশিদ জানান, সকালে স্টেশন চত্বর থেকে এক কিলোমিটার উত্তরে কাটাপুল এলাকায় ট্রেনের নিচে সন্তানসহ কাটা পড়েন এক নারী। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। গুরুতর আহত হন তার শিশুসন্তান। শিশুটিকে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তার অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ট্রেনে কাটা পড়ার ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা এখনই বলতে পারছেন না কেউ।
Discussion about this post