স্পোর্টস রিপোর্ট: টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে টাইগারদের প্রথম পাওয়ার হিটিং কোচ হিসেবে অ্যালবি মরকেলকে নিয়োগ দিয়েছে বিসিবি। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই বাংলাদেশ দলকে কোচিং করাবেন দক্ষিণ আফ্রিকার এ সাবেক তারকা ক্রিকেটার। মঙ্গলবার (১৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। প্রথমবারের মত বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফে এ পদে নিয়োগ পেলেন মরকেল। জালাল ইউনুস বলেন, মরকেলকে পাওয়ার হিটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি ওয়ানডে সিরিজ পর্যন্ত পাঁচ দিন দলের সঙ্গে কাজ করবেন। আমরা মনে করি, তার অভিজ্ঞতা একটি গুরুত্বপূর্ণ সিরিজের আগে ব্যাটারদের সাহায্য করতে পারে। দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে বাংলাদেশ দল। শুক্রবার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মরকেল দক্ষিণ আফ্রিকার হয়ে ৮৬ টেস্ট, ১১৭টি ওয়ানডে আর ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে বল হাতে ৫৪৪ উইকেট শিকার করেন। ব্যাট হাতে ২৪৭ ম্যাচে অংশ নিয়ে সংগ্রহ করেন ১ হাজার ২৩৪ রান।
Discussion about this post