আন্তর্জাতিক ডেস্ক: জাপানের উত্তরপূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এত অন্তত চার জন নিহত ও শতাধিক আহত হয়েছে। ভূমিকম্প আঘাত হানার ১০ ঘণ্টা পরও ওই অঞ্চলের হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিহীন রয়েছে। বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি হয় বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রাথমিক হিসাবে ভূমিকম্পটি ৭ দশমিক ৩ মাত্রার বলা হলেও পরে সংশোধন করে এর মাত্রা ৭ দশমিক ৪ ছিল বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা। ফুকুশিমা প্রিফেকচারের উপকূলের অদূরে ভূপৃষ্ঠের ৬০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছেন, চার জনের মৃত্যু হয়েছে এবং পরবর্তী দুই থেকে তিন দিনের মধ্যে শক্তিশালী পরাঘাত হওয়ার সম্ভাবনা থাকায় সরকার উচ্চ সতর্কাবস্থায় থাকবে। অন্তত ১০৭ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে, তাদের কয়েকজনের আঘাত গুরুতর। একটি সুনামি সতর্কতা জারি করা হলেও বৃহস্পতিবার সকালে তা প্রত্যাহার করে নেওয়া হয়।
Discussion about this post