ধামরাই প্রতিনিধি: ছেলের হাতে খুন হয়েছেন মোঃ আসাদ হোসেন(৪৭) নামে হতভাগ্য এক পিতা। খাওয়ার সময় তাকে ইট দিয়ে থেঁথলে ও কুঠার দিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ খুন হওয়া ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। ছুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য মরদেহটি রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় পিতা হত্যাকারি ছেলে উজ্জ্ব হোসেন (১৯) আত্মগোপন করেছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের কান্দাপটল গ্রামে। এব্যাপারে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে ধামরাই থানা পুলিশি সূত্র। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কুঠার দিয়ে কুপিয়ে পিতাকে হত্যা করে বাড়ী ছেড়ে পালিয়ে যায় পুত্র। বাড়ীর লোকজন দৌড়ে এসে দেখে আসাদ হোসেন মৃত্যুকোলে ঢলে পড়েন। পরে বিষয়টি ধামরাই থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আতিকুর রহমানকে অবহিত করা হলে তিনি ঘটন্থলে পুলিশ পাঠান। উপ-পুলিশ পরিদর্শক মোঃ আরাফাত হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনান্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এরপর ছুতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উপ-পুলিশ পরিদর্শক মোঃ আরাফাত হোসেন বলেন,অফিসার ইনচার্জের নির্দেশে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করি। ছুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য মরদেহটি মর্গে প্রেরণ করা হয়েছ।এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
Discussion about this post