ডেস্ক রিপোর্ট: ছোটবেলায় চকোলেট খাননি এমন কাউকে পাওয়া দুষ্কর। কিন্তু কখনও কি চকোলেটের তৈরি জামা পরার কথা ভেবেছেন?সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হলো এমনই এক প্রদর্শনী অনুষ্ঠান, যেখানে তারকারা চকোলেটের তৈরি বিভিন্ন ডিজাইনের জামা পরে হাজির হয়েছেন মঞ্চে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা চকোলেটপ্রেমীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে এবারের আসর। কারো জামার কারুকাজ করা হয়েছে চকোলেট দিয়ে, আবার কারো পুরো পোশাকটাই চকোলেটের তৈরি। প্যারিসের চকোলেট ট্রেড শো’তে এভাবেই বাহারি রকমের পোশাক পরে মঞ্চে হাজির হন তারকারা। গেল সপ্তাহে ফ্রান্সের প্যারিসে শুরু হয়ে গেল ‘স্যালন দ্যু চকোলেট’ ট্রেড শো’র ২৬তম আসর। শত শত প্রদর্শক হাজির হন চকোলেট নিয়ে নিজেদের সৃজনশীলতার জানান দিতে। সেই সঙ্গে প্রতি বছর, হাজার হাজার দর্শক প্যারিসের পার্ক দেস এক্সপোজিশনে ভিড় করেন এই ব্যতিক্রমী প্রদর্শনী উপভোগ করতে।চকলেটের পোশাক পরা একজন বলেন, আমার পোশাকের ডিজাইনার বিখ্যাত চিত্রশিল্পী পিকাসোর কাজ দেখে অনুপ্রাণিত হয়ে আজকের অনুষ্ঠানের জন্য এই বিশেষ পোশাক তৈরি করে দিয়েছেন। এখানে অনেক অর্থবহ প্রতীক ব্যবহার করা হয়েছে। এই জামার পুরোটাই চকোলেটের তৈরি, এর ওজন ১২ কেজি।আমি চকোলেট খেতে খুব পছন্দ করি। তাই বলে আজকে আমার এই সুন্দর পোশাক থেকে চকোলেট নিয়ে খেয়ে ফেলবো না।এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য ‘পুনর্জন্ম’। করোনার কারণে গত বছর ট্রেড শো আয়োজন না হলেও এবছর সংক্রমণ কমে আসায় জাঁকজমকপূর্ণভাবে এ চকোলেট প্রদর্শনীর আয়োজন করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চকলেটিয়ার, প্যাটিসিয়ার, মিষ্টান্ন, কোকো উৎপাদনকারী দেশসহ অন্যান্য কারিগরদের মেলা বসে এখানে। প্যারিসে আয়োজিত এই ট্রেড শো’ চলবে ১ নভেম্বর পর্যন্ত।
Discussion about this post