ঢাকা: গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ইতোমধ্যে অনেকেই শহীদ হয়েছেন। এ আন্দোলনে আমরা জীবন দিতে প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা আজ হুমকির সম্মুখীন। সোমবার বিকেলে গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দাবিতে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইশরাক বলেন, দেশের মানুষ আজ বন্দী জীবন-যাপন করছে। প্রকাশ করতে পারছে না। সত্য বললে বা প্রতিবাদ করলে মামলা দিচ্ছে। বেশি প্রতিবাদ করলে গুম হয়ে যায়। সরকারি দল রাস্তা বন্ধ করে সমাবেশ করছে, আর বিরোধীদল অনুমতি নিয়ে সমাবেশ করতে পারে না। এভাবে একটি দেশ চলতে পারে না। এরজন্য সচেতন সকল রাজনৈতিক দল এবং জনগণকে রাজপথে নামতে হবে। এই সরকার পতন এখন শুধু সময়ের ব্যাপার। ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় পদযাত্রাপূর্ব সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা আবদুস সালাম আজাদ, আজিজুল বারী হেলাল প্রমুখ।
Discussion about this post