খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীতে বিদেশী পিস্তল ও গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৬) এর সদস্যরা। মঙ্গলবার রাত দশটার দিকে নগরীর খালিশপুর থানাধীন রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতর করা হয়। আজ বুধবার (৮ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার বজলুর রশীদ। ৩০ বছর বয়সী গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মোঃ তাজউদ্দিন শেখ। তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কুখিয়া গ্রামের মৃত সামছুর রহমান শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সন্ত্রাসী পেশায় যুক্ত রয়েছেন। বজলুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড বিদেশী পিস্তলের গুলি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি আরও বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশের খালিশপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে, জব্দ করা মালামালসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post