খুলনা প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে খুলনায় চাচাতো ভাইয়ের ধারালো কোচের (মাছ ধরার টেটা বা ঝুঁপি) আঘাতে বাবলু শেখ (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার (৪ মে) সকালে তেরখাদা উপজেলার আদমপুর গ্রামে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত বাবুল শেখ ওই গ্রামের রাইজোল শেখের ছেলে। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম জানান, জমি নিয়ে বাবলু শেখের সঙ্গে তার চাচাতো ভাই মুকুল শেখের বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বুধবার সকাল ১০টার দিকে তাদের মধ্যে বাগ্বিতন্ডতা হয়। একপর্যায়ে মুকুল শেখ ধারালো কোচ দিয়ে বাবলু শেখের মাথায় আঘাত করে। কোচ মাথায় বিদ্ধ হয়। এ সময় তার আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে মুকুল শেখ পালিয়ে যায়। স্থানীরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি বলেন, এ ঘটনায় হামলাকারী মুকুল শেখ ও তার শ্যালক বায়েজিদকে আটক করা হয়েছে।
Discussion about this post