কুড়িগ্রাম প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব হাসানকে ছুরিকাহত করার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা। আজ রবিবার সকাল ১১টায় ভূরুঙ্গামারী উপজেলা চত্তরে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে তিন শতাধীক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা অভিযুক্ত সেলিমসহ অন্যান্যদের গ্রেফতার ও বিচার দাবি করেন। গত বৃহস্পতিবার রাতে একটি স্বাংস্কৃতিক অনুষ্ঠানে বসার জায়গা নিয়ে রাকিব এবং সেলিমের বৎসা হয়। পরে সেলিম তার সহযোগীতের নিয়ে এসে রাকিবকে ছুরিকাহত করে পালিয়ে যায়। গুরতর অবস্থায় রাকিবকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে রাকিবের বাবা তিন কিশোরকে আসামি করে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেছেন।
Discussion about this post