নীলফামারী প্রতিনিধি: পর্যটন শিল্প বিকাশে পর্যটকদের কাছে শান্তির নীড়ে সহজ ও স্বল্প সময়ে ভ্রমনে দেশের মানচিত্রের শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবার শুরু করলো হিমালয় পর্বত সংলগ্ন সবুজ অরণ্য ঘেরা উত্তরাঞ্চলের নীলফামারীর সৈয়দপুর থেকে পূর্বাঞ্চলের বাংলাদেশের সর্ববৃহৎ পর্যটন এলাকা ও বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার পর্যন্ত বিমান সার্ভিস। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১১টা ৪৫ মিনিটে সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইটের আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়। বাহান্নজন যাত্রী ও ২০ জন অতিথি নিয়ে এই ফ্লাইটের যাত্রায় আনুষ্ঠানিতভাবে ফিতা কেটে উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথ মন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি। এর আগে উদ্ধোধনী অনুষ্ঠানের আলোচনার সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংস্কৃতিমন্ত্রী নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, রংপুর বিভাগের কমিশনার মো. আব্দুল ওয়াহাব ভূঞা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত ২৩ মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মানবসম্পদ বিভাগের পরিচালক ও প্রশাসন (যুগ্ন সচিব) জিয়া উদ্দীন আহমেদ, রেলমন্ত্রীর সহধর্মীনী সাম্মী আক্তার, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার(নীলফামারী সার্কেল) এ.এস.এম মোক্তারুজ্জামান, নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভপতি ও উপজেলা চেয়ারম্যান মোকছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভা মেয়র রাফিয়া আক্তার জাহান বেবী সহ প্রমূখ। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ্ মোস্তফা কামাল। উদ্ধোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথ মন্ত্রী তার বক্তব্যে বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকাশপথ ও রেলপথ ভ্রমনে দেশ ও বিদেশের পর্যটকদের এক স্থান থেকে আরেক স্থানে স্বল্প সময়ে ভ্রমনের ব্যাপক পরিবর্তন ঘটিয়ে চলেছে। আজ উত্তরাঞ্চলের সৈয়দপুর থেকে কক্সবাজার রুটে সরাসরি বিমান চালু করা হলো। এখন কক্সবাজার রেললাইন চালুর অপেক্ষায় রয়েছে। আমরা আশা করছি আগামী বছরের (২০২২) ডিসেম্বরে উত্তরাঞ্চল সহ সারা দেশের সঙ্গে কক্সবাজারের ট্রেন চলাচল শুরু হবে। অনুষ্ঠানের সভাপতি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি তার বক্তব্যে বলেন, রংপুর বিভাগের আট জেলার মানুষের ক্রমবর্ধমান চাহিদার কথা চিন্তা করে সৈয়দপুর থেকে সরাসরি কক্সবাজার ফ্লাইট পরিচলানা করবে রাষ্টিয় মালিকাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।এই উদ্যোগ পর্যটনের বিকাশে অনেক অবদান রাখবে। বিমান বাংলাদেশের নীলফামারী জেলা ব্যবস্থাপক হারুন-উর রশিদ জানান, সপ্তাহে প্রতি বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-৫৯২ সৈয়দপুর থেকে সরাসরি কক্সবাজার এবং ৯ অক্টোবর থেকে প্রতি শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে ফ্লাইট বিজি-৫৩৮ কক্সবাজার থেকে সরাসরি সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসবে। শুরুতেই এপথে চলাচলে যাত্রীদের ব্যাপক সারা পাওয়া যাচ্ছে। তিনি জানান, উদ্ধোধনী ফ্লাইটে যাত্রী গেছেন ৫২ জন ও অতিথি ছিলেন ২০ জন।























































Discussion about this post