ঢাকা : পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে আবারো রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী নানা শ্রেণি পেশার মানুষ। শুক্রবার (৬ই মে) সকাল থেকে রাজধানীর প্রবেশ পথ গাবতলী, মহাখালী, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। ফলে আবারো প্রাণ ফিরে পেতে শুরু করেছে চিরচেনা ঢাকা। গতকাল বৃহস্পতিবার (৫ই মে) থেকে খুলেছে অফিস-আদালত। ফলে অনেকে বুধবার ঢাকায় এসে পৌঁছেছেন। রবিবার থেকে পুরোদমে চালু হচ্ছে সরকারী বেসরকারী অফিস। আর তাই আজ ও আগামীকাল শনিবার ঢাকায় ফেরা যাত্রীদের চাপ বাড়বে বহুগুণে। এ বছর ২৯ শে এপ্রিল শুক্রবার থেকে ৫ ই মে বৃহস্পতিবার পর্যন্ত পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করে সরকার।
Discussion about this post