ঢাকা: সরকারকে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় আর সংশ্লিষ্টদের ছাড়পত্র নিয়েই এ প্রতিষ্ঠানগুলো হয়। এদের প্রতারণার দায় বাণিজ্য মন্ত্রণালয়কে নিতে হবে। সরকারও এই দায় এড়াতে পারে না। বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৬তম এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র ৩২তম সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ২টি এবং ক্রয় সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য ১২টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রস্তাবনাগুলোর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবিভাগের ৪টি, বিদ্যুৎ বিভাগের ৩টি, শিল্প মন্ত্রণালয়ের ১টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ১টি এবং খাদ্য মন্ত্রণালয়ের ১টি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটির অনুমোদিত ১২টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৩,৮৩৩ কোটি ৪ লাখ ৪২ হাজার ৭৬৩ টাকা। মোট অর্থায়নের মধ্যে সরকারি ব্যয় ৩,৭২৩ কোটি ৭১ লাখ ১১ হাজার ৫১৩ টাকা এবং ব্যাংক থেকে ঋণ ১০৯ কোটি ৩৩ লাখ ৩১ হাজার ২৫০ টাকা। করোনা নিয়ন্ত্রণে ১৩ কোটি ৮২ লাখ মানুষকে টিকা দিতে জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের কাছ থেকে ১১ কোটি অটোডিজেবল সিরিঞ্জ কিনবে সরকার। এই প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। জিটুজি সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত ৮০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল কিনবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১০৯ কোটি ৩৩ লাখ ৩১ হাজার ২৫০ টাকায় আমদানি করবে সরকার। ঝিনাইদহ-কুষ্টিয়া-পাকশী-দাশুরিয়া জাতীয় মহাসড়কের কুষ্টিয়া শহরের অংশ ৪ লেনে উন্নীত করতে ১৪৭ কোটি ২৪ লাখ ৩৪ হাজার ৪১৪ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। দিনাজপুরের বড় পুকুরিয়া খনি থেকে কয়লা উৎপাদনের জন্য চীনা প্রতিষ্ঠানকে ৬ বছরের জন্য ১ হাজার ৪৯ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার ৮২ টাকায় নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন ময়মনসিংহ জোন প্রকল্পের আওতায় যন্ত্রাংশ কেনা ও স্থাপনকাজের জন্য ৬৫ কোটি ৭ লাখ ৫৭ হাজার ৪৪৪ টাকার অনুমোদন দেওয়া হয়েছে। খুলনা জেলার তেরখাদা উপজেলায় ৫০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সোলার বিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য দুটি বিদেশি প্রতিষ্ঠানের সাথে ২০ বছর মেয়াদী চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। ২০ বছরে ব্যয় হবে আনুমানিক ১ হাজার ৩২৮ কোটি ৯০ লাখ টাকা। ২০২১-২২ অর্থবছরে সিঙ্গাপুর থেকে ৫০হাজার মেট্রিক টন গম কিনবে সরকার। ব্যয় হবে ১৭৯ কোটি ৫৩ লাখ ২২ হাজার ৩৭৫ টাকা। এ সংক্রান্ত ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
Discussion about this post