আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধরত স্পেশাল ফোর্সের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। রবিবার সেনাদের পেশাগত ছুটির দিনে তিনি বলেছেন, ইউক্রেনে তারা বীরত্বের সঙ্গে লড়াই করছে। বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। পুতিন বলেন, বিশেষ অভিযান ও ডনবাসের জন্য সহযোগিতা প্রদানের ক্ষেত্রে বীরত্বের সঙ্গে সামরিক দায়িত্ব পালনকারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। উত্তর, পূর্ব ও দক্ষিণ দিক থেকে ইউক্রেনের রাজধানীর দিকে এগিয়ে আসছে রুশ সেনারা। তবে তাদের ইউক্রেনীয় সেনাদের কঠোর প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে। মার্কিন কর্মকর্তারা হামলার তৃতীয় দিন দাবি করেছেন, আশানুরূপ অগ্রগতি না হওয়ার কারণে রুশ সামরিক নেতৃত্বের মধ্যে হতাশা বিরাজ করতে শুরু করেছে। এদিকে, রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছেন, ইউক্রেনের দুটি শহর খারসন ও বারদিয়ানস্ক অবরোধ করেছে রুশ সেনাবাহিনী। এছাড়া খারসনের কাছে হেনিচেস্ক ও চরনোবায়িভকা বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। তার মতে, শনিবার ইউক্রেনের সামরিক অবকাঠামোতে আকাশ ও সমুদ্র থেকে ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রুশ সেনারা।
Discussion about this post