বিনোদন ডেস্ক: প্রতিক্ষার অবসান ঘটিয়ে সাত পাকে বাঁধা পড়েছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। ১৪ এপ্রিল রণবীরদের বাদ্রার বাড়ি বাস্তুতে বসেছিল বিয়ের আসর। সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের লোকজন এবং কাছের বন্ধুরা। আরও ছিলেন আলিয়ার ব্যক্তিগত গাড়িচালক এবং বডিগার্ড সুনীল তালেকার। আলিয়ার যখন পাঁচ বছর বয়স তখন থেকে তাকে দেখছেন সুনীল। বলিউড অভিনেত্রী আজও তার কাছে ছোট্ট বাচ্চা মেয়ে। সেই ছোট্ট আলিয়ার বিয়ে। তা দেখে স্বভাবতই আবেগে ভাসেন সুনীল। নববধূর সাজে পোশাকে আলিয়াকে দেখে তিনি খুশিতে কেঁদে ফেলেন। সোশ্যাল মিডিয়ায় নব দম্পতি রণবীর-আলিয়ার সঙ্গে ছবি দিয়েছেন সুনীল। একটি সংবাদ সংস্থাকে তিনি বলেন, ‘পাঁচ বছর বয়স থেকে আলিয়াকে দেখছি। ওকে স্কুলে নিয়ে যেতাম, নিয়ে আসতাম। ও আমার মেয়ের মতো। ওকে কনের সাজে দেখে আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। ওকে বলি তোমাকে অসাধারণ সুন্দর লাগছে। ও হাসে এবং আমাকে ধন্যবাদ জানায়।’ দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে থাকার পর ১৪ এপ্রিল বিয়ে করেন আলিয়া-রণবীর। ২০১৮ সালের শুরুর দিকে অয়ন মুখার্জীর পরিচালনায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং সেট থেকে তাদের মন দেওয়া-নেওয়া। সেই ছবি মুক্তি পেতে চলেছে খুব শিগগিরই।
Discussion about this post