ডেস্ক রিপোর্ট: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকিন বলেছেন, আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি মৃত্যু না হওয়া পর্যন্ত তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথা বললেও শেষ পর্যন্ত তিনি পালিয়ে গেছেন।আগস্টের মাঝামাঝিতে আফগান রাজধানী কাবুলের নিয়ন্ত্রণে তালেবানের হাতে চলে যাওয়ার পর দেশ থেকে পালিয়ে যান পশ্চিমা-সমর্থিত প্রেসিডেন্ট আশরাফ গনি। এদিকে আফগানিস্তানে অভিযান পরিচালনায় মার্কিন-পাকিস্তান আলোচনাকে পাকিস্তানি আকাশপথ ব্যবহারের একটি আনুষ্ঠানিক চুক্তি বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের রক্ষণশীল থিংকট্যাংক হাডসন ইনস্টিটিউট।
সিবিএসের ফেস দ্য নেশনের টকশোতে দেওয়া সাক্ষাৎকারে আফগান বিষয়ক সাবেক মার্কিন দূত জালমি খলিলজাদ বলেন, কাবুলের সরকার পতন ঠেকাতে বাইডেন প্রশাসনের উচিত ছিল আরও বেশি কিছু করা। আর সানডে শোতে ব্লিংকিনকে জিজ্ঞাসা করা হয়েছিল, আশরাফ গনিকে আফগানিস্তানে রাখতে ব্যক্তিগতভাবে তিনি কোনো চেষ্টা করেছিলেন কিনা। জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৪ আগস্ট (শনিবার) আশরাফ গনির সঙ্গে আমি ফোনে কথা বলি। কাবুলের নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে একটি পরিকল্পনা গ্রহণ করতে তাকে অনুরোধ জানাই। আফগানিস্তানেরে সব পক্ষকে অন্তর্ভুক্ত করে তালেবান নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল তখন। এই পদক্ষেপের জন্য প্রস্তুতির কথাও জানিয়েছিলেন আশরাফ গনি। কিন্তু তালেবান যদি সেভাবে অগ্রসর না হয়, তবে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। ব্লিংকিন বলেন, কিন্তু পরের দিনই তিনি আফগানিস্তান ছেড়ে পালিয়ে যান। যদিও বহু সপ্তাহ ও মাস ধরে তার সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন ঘটে তালেবানের হাতে। যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক বলেন, যুক্তরাষ্ট্র যা করেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় তার সবকিছু পর্যালোচনা করেছে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে তালেবানের সঙ্গে সাবেক ট্রাম্প প্রশাসনের চুক্তি থেকে শুরু করে সবকিছু পর্যালোচনা করার কথা জানান ব্লিংকিন।
আফগানিস্তানে আমেরিকার আরেকটি প্রজন্মকে যাতে লড়াই করা ও মরতে না হয়, তা নিশ্চিত করতে মার্কিন ইতিহাসের দীর্ঘতম যুদ্ধের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এমন তথ্য জানিয়ে ব্লিংকিন বলেন, যখন সবকিছুর নিষ্পত্তি হবে, তখন তা আমেরিকান নাগরিকদের গভীরতর চাওয়ারই প্রতিফলন হবে। এটি কেবল আমাদের স্বার্থ না।
Discussion about this post